জনপ্রিয় গায়ক, সুরকার এবং সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে রোববার মধ্যরাতে ঢাকার গুলশানে অবস্থিত গান বাংলা টেলিভিশনের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান নিশ্চিত করেছেন, জুলাই-আগস্টের গণহত্যা ঘটনার মামলায় তাপসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
কৌশিক হোসেন তাপস গান বাংলা টেলিভিশনের কর্ণধার হিসেবে পরিচিত, পাশাপাশি আওয়ামী সংস্কৃতি অঙ্গনের একজন আস্থাভাজন হিসেবেও সুপরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গান বাংলা ভবনের ব্যাপক ক্ষতিসাধন করা হয়, ভবনের বিভিন্ন ফ্লোরজুড়ে থাকা চ্যানেলটির স্টুডিও, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম এবং অন্যান্য যন্ত্রাংশ ভাঙচুর করা হয়।
এই গ্রেপ্তারের ঘটনাটি সংগীত জগতে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং জনপ্রিয় এই সংগীত পরিচালকের সামনের পথ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।