প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় বিশ্বের ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত টাইম ম্যাগাজিন। এবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম-এর ‘টাইম১০০নেক্সট ২০২৪’-এর তালিকায় স্থান করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত এই মুখ তালিকাটিতে ‘লিডারস’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।
টাইমের ওয়েবসাইটে বুধবার (০২ অক্টোবর) তালিকাটি প্রকাশ করা হয়। এবার পঞ্চমবারের মতো এই তালিকা প্রকাশ করা হলো।
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০০ ব্যক্তিকে পাঁচ ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে। লিডারস ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ‘কো চেয়ার’ লরা ট্রাম্প স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যক্তিত্ব লরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী।
টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্রনেতা যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন।
এতে আরও বলা হয়, ‘১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিকব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তা মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে।’
এ বিষয়ে নাহিদের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম- অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
প্রসঙ্গত, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে ‘জেন জি’-এর দুই উপদেষ্টার একজন নাহিদ। অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
টাইম সাময়িকীর উদীয়মান ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম
- অনলাইন ডেস্ক
- আপডেট সময় ০৩:৫২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- ৪১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ