দেশের শীত মৌসুম শুরু হলেও এ বছর নভেম্বর মাসের শুরুতে দেশজুড়ে শীতের আগমনী তেমনটা না থাকলেও চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলার ভোর হতেই দেখা যায় কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি, সেই সাথে চায়ের কুঁড়িতে দেখা মিলছে শিশির বিন্দুর।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নভেম্বরের শুরুতে রাতে হালকা শীত অনুভব হচ্ছে বলে জানান স্থানীয়রা।
প্রতি বছর শীত মৌসুমে দেশের উত্তর পূর্বাঞ্চলের শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়। সেই সাথে কখনো কখনো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই শ্রীমঙ্গল ও কমলগঞ্জে।
মূলত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে শীত মৌসুম ধরা হলেও এবছর শীত আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। বাংলাদেশ মূলত ষড়, ঋতুর দেশ আর হেমন্তের শুরুতেই প্রকৃতিতে শীতের আগমনী ঘটে থাকে। ২০ জানুয়ারি ২০২৩ সালে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
ভোরবেলা শরীরচর্চা করতে বের হওয়া পথচারীরা বলেন, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের শীত একটি দারুণ ব্যাপার, প্রতি বছরই আমাদের এই উপজেলায় তীব্র শীত অনুভব হয়। ভোরবেলা হাটতে বের হলে প্রচুর কুয়াশার দেখা মিলছে সেই সাথে খানিকটা শীতও অনুভব করছি আমরা।
চা বাগান শ্রমিকরা জানান আমরা চা বাগানেই বসবাস করি এবং চারদিকে চা বাগান থাকায় ভোরে কাজে যাবার এখন কিছুটা ঠান্ডা লাগে আমাদের, সেই সাথে প্রচুর কুয়াশাও দেখছি কদিন থেকে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘শীত শুরু হয়েছে। ধীরে ধীরে কুয়াশা বাড়তে থাকবে। আজকে শ্রীমঙ্গলে মিনিমাম গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দুইদিন ২১ ডিগ্রি হয়েছিল। যত দিন যাবে তত তাপমাত্রা কমতে থাকবে।