ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শো-রুম উদ্বোধনের জন্য আসার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে তিনি অনুষ্ঠানে অংশ নেননি।
শনিবার (২ নভেম্বর) দুপুরে নগরীর আর এস রোডে শো-রুমটির উদ্বোধন হওয়ার কথা ছিল, তবে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী ও ‘তাওহীদি জনতা’ ব্যানারে একদল আন্দোলনকারী মেহজাবীনের উদ্বোধনে বিরোধিতা করেন।
অভিনেত্রীর সমর্থকদের জানান, আন্দোলনকারীরা মেহজাবীনকে নিয়ে শো-রুম উদ্বোধনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং হুঁশিয়ারি দেন যে, যদি তিনি এই অনুষ্ঠানে আসেন, তবে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই কারণে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছিলেন মেহজাবীন, ফলে শেষ পর্যন্ত তিনি উদ্বোধনে উপস্থিত হতে পারেননি।
শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, “কিছু সমস্যার কারণে মেহজাবীন আসতে পারেননি। উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।”
এর আগে, ২৮ অক্টোবর, মেহজাবীন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শো-রুম উদ্বোধনের জন্য একটি ভিডিও বার্তা পোস্ট করে স্থানীয় ভক্তদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।