বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতা ও মুক্ত চিন্তার প্রতীক হিসেবে তার আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়।
সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়।
পোস্টে বলা হয়েছে, ‘আবরার ফাহাদ শুধু একজন ব্যক্তি নন, তিনি ন্যায়বিচারের পথের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার আদর্শ আমাদের আলোকিত করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার।’
এদিকে, আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দাবি করেছেন, আবরার হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়ে গেছেন। ফাইয়াজ লেখেন, ‘আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে গত বছরের ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন।’
তিনি আরও বলেন, ‘ফাঁসির আসামি তো কনডেম সেলে থাকার কথা, সে পালাল কীভাবে? পালানোর পরেও এ তথ্য এতদিন বাইরে না আসার অর্থ, তাকে ধরতে কোনো চেষ্টা করা হয়নি।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
