টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, গভর্নর ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলেছেন, প্রকৃতপক্ষে সেই পরিমাণ আরও বেশি।
শনিবার (০২ নভেম্বর) ইআরএফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, “তৎকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে প্রতি বছর ১২-১৫ বিলিয়ন ডলার পাচার করেছে।”
তিনি এও উল্লেখ করেন, বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে তার সঠিক পরিমাণ বের করা সম্ভব হবে না।
ড. ইফতেখারুজ্জামান জানান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যে অর্থ পাচার হয়েছে, তা ফেরাতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বৈঠকও হয়েছে।
“আগামী দুই বছরের মধ্যে যদি একটি পয়সাও ফেরত আসে, তাহলে সেটাও বড় একটি অর্জন হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “বাংলাদেশে ঋণ খেলাপির সংস্কৃতি যারা চালু করেছে, সেই প্রভাবশালীরা পাঁচতারকা হোটেলে বসে ব্যাংক খাতের নীতি পলিসি তৈরি করতেন। বাংলাদেশ ব্যাংক সেসব পলিসি শুধু ঘোষণা করত।”