সার্শা রোনানকে এই সময়ের অন্যতম সেরা অভিনেত্রী মনে করেন সমালোচকেরা। বিশ্ব চলচ্চিত্রের যারা খোঁজখবর রাখেন, ‘ব্রুকলিন’, ‘লেডি বার্ড’, ‘লিটল ওম্যান’ অভিনেত্রীকে তাঁরা ভালোই চেনেন।
৩০ বছর বয়সী এই আইরিশ অভিনেত্রী এবার নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। নতুন দুই সিনেমা ‘দ্য আউটরান’ ও ‘ব্লিটজ’-এ ব্যতিক্রমী দুই চরিত্রে অভিনয় করেছেন সার্শা। চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির পূর্বানুমান, আগামী অস্কারে দুই সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়ে একই অস্কারে দুই মনোনয়ন পাওয়া শিল্পীদের ‘এলিট ক্লাব’-এ ঢুকে পড়বেন সার্শা।
আগামী মার্চে অনুষ্ঠেয় অস্কারের পূর্বানুমান চলতি মাসেই প্রকাশ করবে ‘ভ্যারাইটি’। আগে মাত্র ১২ জন শিল্পী অস্কারে ‘ডাবল মনোনয়ন’ পেয়েছেন, সার্শা হতে পারেন এই ক্লাবের ১৩ তম সদস্য। তবে সেরা অভিনেত্রী ও পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলে সার্শা হবেন এই ক্লাবের কনিষ্ঠতম সদস্য।
এর আগে চারবার অস্কার মনোনয়ন পেলেও পুরস্কার পাননি সার্শা, এবার হয়তো তাঁর হাতে উঠতে পারে প্রথম অস্কার। সার্শার দুই ছবির একটি ‘দ্য আউটরান’ চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা। ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যে মক্তি পাওয়া ছবিটি আলোচনায় আসে সানড্যান্স উৎসবে প্রদর্শিত হওয়ার পর। পরে বার্লিনেও প্রশংসিত হয় ছবিটি।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
এবার কি অস্কার পাবেন সার্শা?
- বিনোদন ডেস্ক
- আপডেট সময় ০৫:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ