কিন্তু অনুসারী সংখ্যা যতোই হোক, ‘স্ত্রী ২’-এর জন্য কটাক্ষের মুখে পড়েছেন তিনি। অনেকেই বলছেন, শ্রদ্ধা একজন ‘দুর্বল অভিনেত্রী’। ‘স্ত্রী ২’ ছবিতে শ্রদ্ধার চরিত্রের প্রায় কিছুই করার ছিল না বলে অনেকে মনে করেন।
অমর কৌশিকের সিনেমা ‘স্ত্রী ২’ গত আগস্টে প্রেক্ষাগহে মুক্তি পায়। ছবিটি যে বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে, নতুন নতুন রেকর্ড গড়েছে; সে খবর তো এতো দিনে অনেকেরই জানা। তবে সম্প্রতি ছবিটির ভালো প্রিন্ট অনলাইনে ফাঁস হয়েছে, ফল ‘স্ত্রী ২’ দেখেছেন বিপুল সংখ্যক দর্শক। এরপর থেকেই শুরু হয়েছে ছবির অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিয়ে সমালোচনা। খবর হিন্দুস্তান টাইমসের।
অন্য বলিউড অভিনেত্রীদের চেয়ে একদিক থেকে আলাদা শ্রদ্ধা। খুব বেশি ছবিতে দেখা যায় না তাঁকে, তবু তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধার অনুসরণকারীর সংখ্যা অন্য বলিউড তারকাদের থেকে বেশি। কিন্তু অনুসারী সংখ্যা যতোই হোক, ‘স্ত্রী ২’- এর জন্য কটাক্ষের মুখে পড়েছেন তিনি। অনেকেই বলছেন, শ্রদ্ধা একজন দুর্বল অভিনেত্রী।
‘স্ত্রী ২’ ছবিতে শ্রদ্ধার চরিত্রের প্রায় কিছুই করার ছিল না বলে অনেকে মনে করেন। অথচ ছবিটি তাঁর কারণে সাফল্যে পেয়েছে, এমন প্রচার করা হয়েছে। এ বিষয়ে শ্রদ্ধার সহ-অভিনেতা অপারশক্তি খরানাকে প্রশ্ন করা হয়। সরাসরি উত্তর দিতে অস্বীকার করলেও অপারশক্তি ইঙ্গিত করেছিলেন জনসংযোগের দিকেই।
এক্সে এক দর্শক লিখেছেন, ‘শ্রদ্ধাকে খুবই আড়ষ্ট মনে হয়। তাঁর অভিনয়ে দক্ষতার ঘাটতি যে কারও চোখে পড়বে।’
আরেকজন লিখেছেন, ‘শ্রদ্ধা নিজের জনসংযোগ কাজে লাগিয়ে অভিনয়ের দুর্বলতা ঢাকার চেষ্টা করেন।’