রাজধানীর কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁ উদ্বোধন না করার কারণে অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন আয়োজকরা।
গত মঙ্গলবার ঢালিউড তারকা অপু বিশ্বাসের উদ্বোধন করার কথা ছিল ‘সোনার থালা’ রেস্তোরাঁর। তবে, পারিশ্রমিকের অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েও তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি, যার কারণে রেস্তোরাঁর মালিকের ভাই, নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা বাংলাদেশ শিল্পী সমিতিতে অভিযোগ জানিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে প্রিন্স রানা বলেন, “আমরা অপু বিশ্বাসকে ১ লাখ টাকায় কনফার্ম করি এবং তাকে ৩টায় উদ্বোধনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করি, কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই তাকে ফোনে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত অপু বিশ্বাসকে না পেয়ে অনুষ্ঠানটি শুরু করি। অনুষ্ঠানের দেড় ঘণ্টা পর তিনি ফোন করে জানতে চান কোথায় আসবেন, তখন আমরা তাকে জানিয়ে দিই যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এরপর তিনি অগ্রিম নেওয়া ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার পরিবর্তে বাকি ৫০ হাজার টাকা দাবি করেন।”
তিনি আরও বলেন, “আমরা অপু বিশ্বাসকে একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি। তার উপস্থিতি না থাকায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, তাই আমরা শিল্পী সমিতির সহায়তা চেয়েছি।”
অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।
অপু বিশ্বাস গণমাধ্যমে এ বিষয়ে বলেন, “আমি জানি না শিল্পী সমিতিতে কী অভিযোগ করা হয়েছে। আমি একমাত্র জানি যে, তারা আমাকে ১ লাখ টাকায় কনফার্ম করে। আমি যেহেতু ঢাকায় থাকি সেক্ষেত্রে জ্যামের কারণে টাইমিং একটু এদিক ওদিক হতেই পারে। কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠান শেষ করে দেয় এবং অগ্রিম ৫০ হাজার টাকা ফেরত চায়। আমি আমার পারিশ্রমিক চাই, কারণ আমি একটি প্রফেশনাল শিল্পী।”