আগামী চার বছরের মধ্যে ভোলায় ১৯টি নতুন গ্যাসকূপ খননের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ভোলার ইলিশা-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে ৫টি কূপ খনন করা হবে এবং ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে আরও ১৪টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। সবগুলো কূপ খনন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে।
এ সময় উপদেষ্টা জানান, ভোলায় বাণিজ্যিক গ্যাস চালু আছে এবং বাসাবাড়িতে গ্যাস সংযোগের বিষয়টি সারা দেশব্যাপী সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালিত হবে। গ্যাস সংযোগের জন্য টাকা দিয়েও যারা সংযোগ পাননি, তাদের টাকা ফেরত দেয়া হবে।
তিনি আরো বলেন, “আমরা বিদেশ থেকে ৬ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করি। যদি ভোলায় বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়, তাহলে এলএনজি আমদানি বন্ধ হবে।”
ভোলায় শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করে উপদেষ্টা বলেন, “এখানে শিল্পকারখানা প্রতিষ্ঠিত হলে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে।”
ফাওজুল কবির খান বলেন, ভোলায় আবিষ্কৃত গ্যাসের পূর্ণ ব্যবহার নিয়ে কাজ চলছে এবং কয়েকটি গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।