ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
টাইম সাময়িকীর উদীয়মান ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম রাষ্ট্র সংস্কার: ৬ কমিশনের ৫টির পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ এইউবির অধ্যাপক থেকে সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির উপাচার্য; সংবর্ধনা পেলেন ড. আসিফ মিজান অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিল জেলা প্রশাসন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ শ্রীপুরে পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করে পালিয়েছে নরসুন্দর গাজীপুরে আজও ৮ পোশাক কারখানা বন্ধ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মার্কিন নাগরিক নিহত বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির তথ্য জানানো যাবে ই-মেইলের মাধ্যমে
সংবাদ শিরোনামঃ
তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার মেয়র আতিকের এপিএস ফরিদের দুর্নীতির শত শত কোটি টাকা তার মালিকানা নগদ ডিস্ট্রিবিউশন এফ আর ট্রেড ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু অপহরণের জন্যই ঢাকায় আসে চক্রটি, দাবি করে ১০ লাখ টাকা চালু না হতেই বন্ধ ঠাকুরগাঁও চিনিকলের আখমাড়াই

শিক্ষককে পিটিয়ে হত্যা, খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামক এক শিক্ষককে পিটিয়ে হত্যা হয়েছে। নিহত শিক্ষক খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। এই ঘটনার জেরে পাহাড়ি ও বাঙালিরা খাগড়াছড়ি সদরে মুখোমুখি অবস্থান নেন। দুই পক্ষই পৃথক মিছিল বের করে। সদরের মহাজনপাড়ার কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়। এ ছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি হয়েছে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি–বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘাত হয়। পরে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়। পরবর্তীতে সোহেল রানা সেই মামলায় খালাস পান এবং চাকরিতে পুনরায় যোগ দেন।

সোহেল রানা চাকরিতে যোগ দেওয়ার পর থেকে পাহাড়ি ছাত্রীরা তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রতিষ্ঠান থেকে প্রত্যাহার দাবি করে আসছিল। আজ মঙ্গলবার আরেক শিক্ষার্থীকে যৌন হয়রানির করার অভিযোগ তুলে একদল শিক্ষার্থী প্রতিষ্ঠানে বিক্ষোভ করতে থাকে। দুপুরে সোহেল রানাকে অধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাঁকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টাইম সাময়িকীর উদীয়মান ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম

শিক্ষককে পিটিয়ে হত্যা, খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৬:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামক এক শিক্ষককে পিটিয়ে হত্যা হয়েছে। নিহত শিক্ষক খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। এই ঘটনার জেরে পাহাড়ি ও বাঙালিরা খাগড়াছড়ি সদরে মুখোমুখি অবস্থান নেন। দুই পক্ষই পৃথক মিছিল বের করে। সদরের মহাজনপাড়ার কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়। এ ছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি হয়েছে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি–বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘাত হয়। পরে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়। পরবর্তীতে সোহেল রানা সেই মামলায় খালাস পান এবং চাকরিতে পুনরায় যোগ দেন।

সোহেল রানা চাকরিতে যোগ দেওয়ার পর থেকে পাহাড়ি ছাত্রীরা তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রতিষ্ঠান থেকে প্রত্যাহার দাবি করে আসছিল। আজ মঙ্গলবার আরেক শিক্ষার্থীকে যৌন হয়রানির করার অভিযোগ তুলে একদল শিক্ষার্থী প্রতিষ্ঠানে বিক্ষোভ করতে থাকে। দুপুরে সোহেল রানাকে অধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাঁকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।