টাঙ্গাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (০১ মার্চ) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ বিতরণে আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ও সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি মো. শাহিন মিয়া, উপদেষ্টা মিজানুর রহমান শাহীন, সদস্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, সদস্য কায়কোবাদ, ফরিদ হোসেন মামুন, একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সকল সদস্যসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।