ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোলে দরিদ্র ও পথচারীদের ইফতার বিতরণ মিষ্টি কুমড়া চাষ করে লোকসান, ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষক ফিলিস্তিনে নির্বিচারে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত জ্ঞান শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ইফতার সামগ্রী বিতরণ করল এপেক্স ক্লাব অব লামা কমলগঞ্জে যুবদলের ইফতার বিতরণ মৌলভীবাজারের রাজনগরে ডিবি পুলিশকে মারধর করে চেয়ারম্যাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০ টাকায়: প্রশাসনের নীরব ভূমিকা ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে হাসনাতের সাথেই আমরা ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের অনুসারীদের নেতৃত্বে ছিল সাংকেতিক নাম

মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া কলেজ ছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া কলেজ ছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে মির্জাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (০১ মার্চ) সকালে তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। নিহত কলেজছাত্রের পরিচয় পাওয়া যায়নি।

মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ট্রেনের খোঁজ নিতে অজ্ঞাত পরিচয় যুবক স্টেশনে আসেন।

স্টেশন মাস্টারের সঙ্গে কথা হলে জানান, তিনি একজন কলেজ ছাত্র। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে বাসে উঠেন। বাসে তাকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাতে তাকে বাস থেকে মির্জাপুরে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি ট্রেনে গন্তব্যে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছেন। এ সময় স্টেশন মাস্টার তাকে জানান, রাতে মির্জাপুর থেকে কোনো ট্রেন তিনি পাবেন না। তারপর তিনি স্টেশন মাস্টারের কক্ষ থেকে বের হয়ে আসেন। শনিবার সকালে তিনি শুনতে পান স্টেশনের কাছে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরে তিনি সেখানে গিয়ে দেখতে পান রাতে কথা বলা সেই কলেজ ছাত্রের মৃতদেহ।

কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা সঠিক করে বলতে না পারলেও ভোর ৪টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পাড় হয়েছে বলে তিনি জানান।

খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে যুবকের লাশটি নিয়ে যায়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মির্জাপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেস্টা করা হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Verified by MonsterInsights

মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া কলেজ ছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আপডেট সময় ০৮:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া কলেজ ছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে মির্জাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (০১ মার্চ) সকালে তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। নিহত কলেজছাত্রের পরিচয় পাওয়া যায়নি।

মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ট্রেনের খোঁজ নিতে অজ্ঞাত পরিচয় যুবক স্টেশনে আসেন।

স্টেশন মাস্টারের সঙ্গে কথা হলে জানান, তিনি একজন কলেজ ছাত্র। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে বাসে উঠেন। বাসে তাকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাতে তাকে বাস থেকে মির্জাপুরে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি ট্রেনে গন্তব্যে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছেন। এ সময় স্টেশন মাস্টার তাকে জানান, রাতে মির্জাপুর থেকে কোনো ট্রেন তিনি পাবেন না। তারপর তিনি স্টেশন মাস্টারের কক্ষ থেকে বের হয়ে আসেন। শনিবার সকালে তিনি শুনতে পান স্টেশনের কাছে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরে তিনি সেখানে গিয়ে দেখতে পান রাতে কথা বলা সেই কলেজ ছাত্রের মৃতদেহ।

কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা সঠিক করে বলতে না পারলেও ভোর ৪টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পাড় হয়েছে বলে তিনি জানান।

খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে যুবকের লাশটি নিয়ে যায়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মির্জাপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেস্টা করা হবে বলে তিনি জানিয়েছেন।