কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে রমজান মাসের সূচনা উপলক্ষে মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানান।
ট্রুডো এক্স পোস্টে লেখেন, “সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে।”
তিনি আরও লেখেন, “প্রিয় বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন, তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।”
শেষে ট্রুডো বলেন, “রমজান মুবারক!”
এদিকে, রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার কারণে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমানসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা ১ মার্চ থেকে রোজা শুরু করেছেন। একইসঙ্গে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, তানজানিয়া, ইথিওপিয়া, ফ্রান্স এবং আরও কিছু দেশেও আজ শনিবার (০১ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। তবে ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় সেখানে বাংলাদেশের সঙ্গে রমজান ২ মার্চ থেকে শুরু হবে।
