হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর মার্কিন ডেমোক্র্যাট নেতারা দেশটির প্রেসিডেন্টকে বিশ্ব মঞ্চে আমেরিকাকে বিব্রত করার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের ওভাল অফিসে এই ঘটনা ঘটে, যেখানে ট্রাম্প ও জেলেনস্কি একে অপরকে তীব্র ভাষায় সমালোচনা করেন।
ডেমোক্র্যাট নেতারা দাবি করেছেন, ট্রাম্পের এই আচরণ ইউক্রেনের স্বাধীনতার প্রতি মার্কিন সমর্থনকে ক্ষুণ্ণ করেছে। মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারও ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো ‘নোংরা কাজ’ করায় অভিযুক্ত করেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের মাইনরিটি নেতা হাকিম জেফ্রিস ঘটনাটিকে ভয়াবহ বলে অভিহিত করেছেন এবং ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন বিশ্ব মঞ্চে আমেরিকাকে বিব্রত করে চলেছে।
তিনি আরও বলেন, ইউক্রেনের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার আগ্রাসনকে পুরস্কৃত না করার জন্য আহ্বান জানিয়েছেন।
বৈঠক শেষে, ট্রাম্প বলেন, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট শান্তির জন্য প্রস্তুত হবেন, তখন তিনি হোয়াইট হাউসে আসতে পারেন। এর পরই, যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়।