হোয়াইট হাউজের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শুক্রবার (২৮ ডিসেম্বর) এক উত্তপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই নেতা একে অপরকে তীব্র ভাষায় সমালোচনা করেন, যার পরিণতিতে যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়।
বৈঠকের পর, জেলেনস্কি ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বেইয়ারের সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে যখন তাকে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তখন জেলেনস্কি বলেন, “আমি নিশ্চিত নই যে আমরা কিছু ভুল করেছি,” তবে তিনি দুঃখ প্রকাশ করেন যে, বিতর্কটি সাংবাদিকদের সামনে হয়েছে।
তিনি আরও বলেন, “এই ধরনের বিরোধ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর” তবে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি।
উল্লেখ্য, বৈঠকের সময় ট্রাম্পের কাছে বিবিসির সাংবাদিকরা জানতে চান, সম্প্রতি জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলার কারণে তিনি ক্ষমা চাইবেন কি না। উত্তরে ট্রাম্প বলেন, “আমি কি একথা বলেছিলাম? বিশ্বাসই করতে পারছি না, আমি এমন কথা বলেছি।”
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করা, তবে বৈঠকের শেষে দুই নেতার মধ্যে মতবিরোধ এতটাই তীব্র হয় যে চুক্তি সই না করেই বৈঠক শেষ হয়। বৈঠক শেষে, হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বেরিয়ে যেতে দেখা যায়। এর পরেই পূর্বনির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়।